গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

২০২৭ সালের মধ্যে ‘এআই পিন’ আনতে পারে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৮ এএম ২০২৬
২০২৭ সালের মধ্যে ‘এআই পিন’ আনতে পারে অ্যাপল
ছবি

ছবি সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন উদ্ভাবন আনছে আইফোন নির্মাতা অ্যাপল।

আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, নতুন এক গ্যাজেট তৈরির কাজ করছে অ্যাপল, যার প্রথমিক নাম ‘এআই পিন’। পরা যায় এ ডিভাইসটি দেখতে অনেকটা অ্যাপলের ‘এয়ারট্যাগ’-এর চেয়ে সামান্য পুরু হতে পারে। এতে একাধিক ক্যামেরা, একটি স্পিকার, মাইক্রোফোন ও তারহীন চার্জিং সুবিধা থাকবে।

এর আগে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’কে নতুন করে সাজাচ্ছে অ্যাপল, যেখানে চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো চ্যাটবটে রূপান্তরিত হবে সিরি।

এনগ্যাজেট লিখেছে, এসব দেখে মনে হচ্ছে জেনারেটিভ এআইয়ের এই বিশাল বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে অবশেষে সুনির্দিষ্ট এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যাপল। তবে এই ‘এআই পিন’-এর কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় প্রকল্পটি বাতিলও হয়ে যেতে পারে।

পিনটি দেখতে পাতলা, চ্যাপ্টা ও গোলাকার ডিস্ক বা চাকতির মতো হতে পারে, যার বাইরের অংশটি হবে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি। এতে থাকবে দুটি ক্যামেরা, একটি সাধারণ ও অন্যটি ওয়াইড-অ্যাঙ্গেলে, যা দিয়ে নিজের আশপাশের ছবি ও ভিডিও তুলতে পারবেন ব্যবহারকারী। এতে তিনটি মাইক্রোফোন, একটি স্পিকার ও এক পাশে একটি ফিজিক্যাল বাটন থাকবে। চার্জিংয়ের জন্য এতে অ্যাপল ওয়াচের মতো এক ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা থাকতে পারে। এনগ্যাজেট লিখেছে, ব্যবহারকারীদের প্রাইভেসি কঠোরভাবে মেনে চলার কোম্পানি হিসেবে সবসময়ই নিজেদের প্রচার করেছে অ্যাপল। ফলে কোম্পানিটি কীভাবে এ নতুন ডিভাইসটি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে তা এখন দেখার বিষয়। কারণ, পিনটি অনেকটা গোপনে ভিডিও বা শব্দ রেকর্ড করার যন্ত্রের মতোই মনে হয়। তবে এখানে আরেকটি বিষয়ও রয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে এখনও গ্রক অ্যাপটি রয়েছে, যা মানুষের ডিপফেইক ছবি তৈরি করে মারাত্মকভাবে প্রাইভেসি লঙ্ঘন করে চলেছে। অথচ অ্যাপলের নিজস্ব নিয়ম অনুসারে, এ ধরনের অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কথা।

‘এআই পিন’ ২০২৭ সালের মধ্যেই বাজারে আনতে পারে অ্যাপল। ডিভাইসটির জনপ্রিয়তার ব্যাপারে কোম্পানিটি বেশ আত্মবিশ্বাসী। বাজারে আসার শুরুতেই পিনের প্রায় দুই কোটি ইউনিট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

এসি/আপ্র/২৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু
২৫ জানুয়ারি ২০২৬

জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু

মানব জিন বিশ্লেষণে বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব ফাউন্ডেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল চালু...

মূল্য না বাড়িয়ে ইন্টারনেটের গতি তিনগুণ করলো বিটিসিএল
১১ জানুয়ারি ২০২৬

মূল্য না বাড়িয়ে ইন্টারনেটের গতি তিনগুণ করলো বিটিসিএল

গ্রাহকদের জন্য উন্নত ও ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারনেট প্যাকেজের মাসিক মূল্য সম্পূর্ণ অপ...

মহাকাশে রহস্যময় উত্তপ্ত বস্তুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা
০৭ জানুয়ারি ২০২৬

মহাকাশে রহস্যময় উত্তপ্ত বস্তুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

মহাবিশ্বে অত্যন্ত উত্তপ্ত এক গ্যাসের পিণ্ড খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যা মহাজাগতিক নিয়ম অনুসারে সেখান...

উঁকি দেওয়ার অপেক্ষায় বছরের প্রথম সুপারমুন
০২ জানুয়ারি ২০২৬

উঁকি দেওয়ার অপেক্ষায় বছরের প্রথম সুপারমুন

বছরের প্রথম সুপারমুনের দেখা মিলতে যাচ্ছে খুব শিগগিরই। যে বিশেষ মুহূর্তে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই