প্রযুক্তি ডেস্ক: এক্সপেরিয়া প্লে ফোনটির কথা মনে পড়ে? সেই ফোনই যেন আবার ফিরে এসেছে। নভেম্বরের শুরুতে টিজার ভিডিও প্রকাশের পর নিজেদের প্রথম স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে হ্যান্ডহেল্ড গেইমিং কম্পিউটার ও মিনি পিসির চীনা ব্র্যান্ড আয়ানিও।
অনুমানের সঙ্গে মিল রেখে ‘পকেট প্লে’ নামের এ ফোনে রয়েছে একটি স্লাইডিং ডিজাইন, যা ডিভাইসটিকে ‘গাব্দা চেহারার’ স্মার্টফোন থেকে পূর্ণাঙ্গ এক গেইমিং হ্যান্ডহেল্ডে রূপান্তরিত করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
গেইমিং মোডে ফোনটিতে রয়েছে পূর্ণাঙ্গ এক কন্ট্রোলার সেটআপ, ডি-প্যাড, এবিএক্সওয়াই বাটন ও চারটি শোল্ডার বাটন। তবে ফোনটিতে এক্সপেরিয়া প্লে-এর পুরানো নকশাকে আধুনিক রূপ দিতে দুটি টাচপ্যাড যোগ করেছে আয়ানিও। এসব টাচপ্যাড তাদের আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডহেল্ড ‘নেক্সট ২’ ডিভাইসেও দেখা যাবে।
আয়ানিও বলেছে, এসব টাচপ্যাডকে ভার্চুয়াল জয়স্টিক বা নিজের মতো করে কাস্টমাইজ করে ইনপুট বাটন হিসেবে ব্যবহার করা যাবে। পকেট প্লে-এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি কোম্পানিটি। তবে ডিভাইসটিতে থাকা বিভিন্ন স্লট দেখে মনে হচ্ছে এতে বাড়ানো যায় এমন স্টোরেজের সুবিধা থাকতে পারে।
পকেট প্লে মূলত আয়ানিও’র স্মার্টফোন জগতে প্রথম পদচারণা, যেখানে বিশেষভাবে মোবাইল গেইমিংকে গুরুত্ব দিয়েছে চীনা কোম্পানিটি। তবে বাজারে টিকে থাকতে হলে স্মার্টফোনটিকে ‘রেডম্যাজিক ১০ প্রো’ বা ‘আসুস আরোজি ফোন’ সিরিজের মতো গেইমনির্ভর স্মার্টফোনের পাশাপাশি শক্তিশালী গেইম চালাতে পারে এমন নতুন আইফোন ও স্যামসাং গ্যালাক্সির মতো ফোনের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে।
খুব শিগগিরই অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কিকস্টার্টার’-এ পকেট প্লে স্মার্টফোনটি চালু করবে। তবে এখনও পর্যন্ত এর দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।
সানা/ওআ/আপ্র১৫/১২/২০২৫