গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

ফোন পরিষ্কার করা কতটা জরুরি এবং কীভাবে করবেন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
ফোন পরিষ্কার করা কতটা জরুরি এবং কীভাবে করবেন
ছবি

ছবি সংগৃহীত

মানুষ নিয়মিত হাত ধুয়ে থাকে, শপিং ট্রলি স্যানিটাইজ করে, ক্যাফের টেবিল মুছে নেয় কিন্তু দিনের পর দিন হাতের কাছে থাকা মোবাইল ফোন কতটা পরিষ্কার রাখে? ফোন এমন একটি ডিভাইস যেটিকে দিনে বহুবার স্পর্শ করা হয় এবং রান্নাঘর, ডাইনিং টেবিল, এমনকি বাথরুমেও নিয়ে যাওয়া হয়। ফলে এটি সহজেই বিভিন্ন ধরনের জীবাণুর বাহক হয়ে উঠতে পারে।


তাই প্রশ্ন আসে শেষ কবে ফোনটা ভালো করে পরিষ্কার করেছেন এবং কী উপায়ে? ভুল ক্লিনিং এজেন্ট বা টুল ব্যবহার করলে ফোনের প্রোটেকটিভ কোটিং উঠে যেতে পারে, ওয়াটারপ্রুফ সিল নষ্ট হতে পারে এমনকি টাচস্ক্রিনের সেনসিটিভিটিও কমে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


ফোন পরিষ্কার করা কি আসলেই জরুরি: টাচস্ক্রিনে দাগ ও ময়লা জমা হওয়া স্বাভাবিক তাই নান্দনিক ও ব্যবহারিক দুই কারণেই ফোন পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি গবেষণা বলছে, ফোনের ওপর সোয়াব নিলে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস পাওয়া যায়। এদের সবই অসুস্থতার কারণ না হলেও সংক্রমণের আশঙ্কা থাকে। অনেকে বাথরুমে ফোন নিয়ে যান, খাওয়ার সময় স্পর্শ করেন, মিটিংয়ে বা পার্টিতে একে অন্যের হাতে দেন। কিন্তু, হাতের মতো ফোন নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। ফলে যদি ফোনটিকে স্যানিটাইজ করতে চান তবে সচেতনভাবে করতে হবে যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়।


কিছু কেমিক্যাল ফোনের ক্ষতি করতে পারে: ঘরের ক্লিনার বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দ্রুত মুছে নেওয়া অনেকেই সহজ সমাধান মনে করেন। তবে অ্যাপল ও স্যামসাং দুই প্রযুক্তি কোম্পানিই সতর্ক করে বলেছে এগুলোতে থাকা রাসায়নিক ফোনের বাহ্যিক স্তর ও অভ্যন্তরীণ অংশের ক্ষতি করতে পারে। ব্লিচ, হাইড্রোজেন পারঅক্সাইড, ভিনেগার, অ্যারোসল স্প্রে, উইন্ডো ক্লিনার বা ৭০ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত ওয়াইপ ফোনে ব্যবহার করা নিষেধ। বেশিরভাগ স্মার্টফোনেই থাকে ওলিওফোবিক কোটিং যা স্ক্রিনকে দাগমুক্ত রাখতে সাহায্য করে। তবে অ্যালকোহল, অ্যাসিটোন বা অ্যামোনিয়াভিত্তিক ক্লিনার এই কোটিং তুলে ফেলতে পারে। ভিনেগারের বেশি অ্যাসিডিক উপাদান অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের ফ্রেম ক্ষয় করতে পারে। ব্লিচ বা হাইড্রোজেন পারঅক্সাইড জীবাণুনাশে কার্যকর হলেও ইলেকট্রনিক ডিভাইসের সূক্ষ্ম উপাদানগুলোর জন্য খুবই কঠোর আবার অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওয়াইপ ফোনের প্লাস্টিক অংশ শুকিয়ে ভঙ্গুর করে দিতে পারে।


ফোন সঠিকভাবে পরিষ্কারের উপায় কী: নিরাপদে ফোন পরিষ্কার করার উপায় বেশ সহজ, সস্তা এবং প্রস্তুতকারক কোম্পানির দেওয়া নির্দেশনার মধ্যেই থাকে। ফোন পরিষ্কারের আগে এটি চার্জ থেকে আনপ্লাগ করতে হবে এবং কেইস বা অ্যাকসেসরি খুলে নিতে হবে।


বেশিরভাগ কোম্পানির পরামর্শ মতে, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ, নরম মাইক্রোফাইবার কাপড় এবং স্পিকার গ্রিল বা চার্জিং পোর্টের মতো সেনসিটিভ অংশের জন্য নাইলন, হর্সহেয়ার বা গোট হেয়ার এর নরম ব্রাশ ব্যবহার করা উচিত।


কোভিড মহামারির সময় অ্যাপল তাদের গাইডলাইন হালনাগাদ করে ক্লোরক্স ওয়াইপ ও ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহারের অনুমতি দিয়েছে, তবে, স্ক্রিন কোটিং যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আর্দ্রতা যেন ডিভাইসের ভেতরে প্রবেশ না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। স্যামসাংও একই কথা বলছে। ৭০ শতাংশ অ্যালকোহলে ভেজানো মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকাভাবে মুছতে হবে এবং পোর্ট বা খোলা অংশে সরাসরি কিছু লাগানো যাবে না।


পরিষ্কারের সময় দূর্ঘটনাজনিত ক্ষতি প্রতিরোধ করুন: এসব পদ্ধতি ব্যবহার করার সময় কিছু সতর্কতা জরুরি। কখনোই ফোনের ওপর সরাসরি লিকুইড স্প্রে করা যাবে না কারণ আর্দ্রতা ভেতরে ঢুকে শর্ট সার্কিট বা ক্ষয় সৃষ্টি করতে পারে। কোনো ক্লিনিং সলিউশনে ফোন ডুবিয়ে পরিষ্কার করাও ঝুঁকিপূর্ণ। এমনকি যদি ফোনটি ওয়াটার-রেজিস্ট্যান্টও হয় কারণ রাবার গ্যাসকেট, আঠা, ন্যানো-কোটিংসহ যেসব সিলিং থাকে সময়ের সঙ্গে সেগুলো দুর্বল হয়ে যেতে পারে।


টিস্যু, পেপার টাওয়েল বা রুক্ষ কাপড় স্ক্রিনে আঁচড় ফেলতে পারে বা লিন্ট জমিয়ে পোর্ট বন্ধ করে দিতে পারে। অতিরিক্ত ঘষাঘষি করলে স্ক্রিন কোটিং নষ্ট হয়ে যায়, ফলে দাগ ও স্মাজিং আরো বেড়ে যেতে পারে।


ফোন কতটা সময় পরপর পরিষ্কার করা উচিত: ফোন কত ঘন ঘন পরিষ্কার করা উচিত এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করলেই যথেষ্ট। তবে যদি ফোন নিয়মিতভাবে বাস, ট্রেন, হাসপাতাল, জিম বা বাথরুমে নিয়ে যান তাহলে আরো বেশিবার পরিষ্কার করা উচিত। মূল কথা, স্বাস্থ্যগত কারণে হাতে যেমন আমরা বারবার সাবান ব্যবহার করি তেমনি প্রতিদিন সবচেয়ে বেশি স্পর্শ করা গ্যাজেটটিকে পরিষ্কার করাও সমান গুরুত্বপূর্ণ। ভুলভাবে পরিষ্কার করলে ডিভাইসের ক্ষতি হতে পারে কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করলে এটি খুবই সহজ, ব্যয়বহুল নয় এবং কয়েক মিনিটেই করা যায়।


সানা/ওআ/আপ্র/১২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন
১৩ জানুয়ারি ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন

বর্তমান সময়ে গ্যাসের দাম, নিরাপত্তা ঝুঁকি এবং পরিবেশগত উদ্বেগের কারণে অনেকেই বিকল্প হিসেবে বৈদ্যুতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই