আচানক অবসরের ঘোষণা দিলেন বলিউডের সর্বশেষ সর্বোচ্চ সফল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। তবে তার এই অবসর শুধুই প্লেব্যাক থেকে, মানে সিনেমার গান।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমন ঘোষণা দেন অরিজিৎ। জানান, প্লেব্যাক সিঙ্গিং-এর দীর্ঘ ও সফল যাত্রার এখানেই ইতি টানছেন।
এই ঘোষণায় হতবাক ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন তার অগণিত ভক্ত। অরিজিৎ সিং তার পোস্টে লিখেছেন, ‘প্লেব্যাক গায়ক হিসেবে এই যাত্রা ছিল আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। আমার শ্রোতা, সুরকার, গীতিকার এবং সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে বলছি, আমি আর প্লেব্যাক করছি না।’ তবে ভবিষ্যতে তিনি গান থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান দিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান অরিজিৎ সিং। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে বলিউডের অন্যতম প্রভাবশালী কণ্ঠে পরিণত করেন।
অবসরের ঘোষণার পর টাইমস অব ইন্ডিয়া তার গাওয়া সর্বকালের সেরা ও কালজয়ী গানগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য-তুম হি হো, চান্না মেরেয়া, কেশরিয়া, লাল ইশ্ক, সাতরাঙ্গা, দেশ মেরে, বিনতে দিল প্রভৃতি। এই গানগুলো শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, শ্রোতাদের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বলে মনে করছেন সঙ্গীতবোদ্ধারা।
অরিজিৎ সিংয়ের অবসরের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা দুঃখ প্রকাশের পাশাপাশি তার গানের স্মৃতিচারণ করছেন। অনেকেই আশা করছেন, প্লেব্যাক থেকে সরে গেলেও তিনি স্বাধীন বা লাইভ মিউজিকের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকবেন।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬