বিনোদন ডেস্ক: ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়নে শীর্ষে রয়েছে অ্যাকশনে ঠাসা রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছে ছবিটি। বক্স অফিসে সফল ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে। বাফটার ইতিহাসে ‘গান্ধী’ (১৯৮২) ১৬টি মনোনয়ন প্রাপ্তির রেকর্ড অক্ষুণ্ন রেখেছে।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে একসময়ের বিপ্লবী চরিত্রে অভিনয় করেছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও, গল্পে যার মেয়েকে অপহরণ করা হয়। সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি। এ নিয়ে বাফটায় সেরা অভিনেতা শাখায় সাতবার মনোনয়ন পেলেন ডিক্যাপ্রিও। এর মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
বাফটার ইতিহাসে তিনি ছাড়া আর ছয় জনের এই কীর্তি আছে। তারা হলেন- ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন, ড্যানিয়েল ডে-লুইস, আমেরিকান তারকা ডাস্টিন হফম্যান, জ্যাক লেমন, প্রয়াত দুই ব্রিটিশ অভিনেতা পিটার ফিঞ্চ ও লরেন্স অলিভিয়ার। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স পরিবেশিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনীত বিপ্লবীর মেয়ের চরিত্রে রূপদানকারী চেস ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। চেস ইনফিনিটি এবারের অস্কারের মনোনয়নে জায়গা পাননি। একই ছবির জন্য টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী আর শন পেন ও বেনিসিও দেল তোরো সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটির জন্য পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন। সেরা চলচ্চিত্র বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর প্রতিদ্বন্দ্বী ‘সিনার্স’, উইলিয়াম শেক্সপিয়রের পরিবারে অনুপ্রাণিত ‘হ্যামনেট’, টেবিল টেনিস ভিত্তিক বায়োপিক ‘মার্টি সুপ্রিম’ ও নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
‘সিনার্স’ ১৩টি: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বর্ণবৈষম্য-শাসিত যুগের ব্লুজ সংগীত ও কৃষ্ণাঙ্গ সংস্কৃতিকে উদযাপন করা ‘সিনার্স’ পেয়েছে ১৩টি মনোনয়ন। ছবিটিতে সাবেক গ্যাংস্টার যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি. জর্ডান, যারা নিজেদের শহরে ফিরে একটি জুক জয়েন্ট চালু করে। একপর্যায়ে সেখানে আক্রমণ চালায় ভ্যাম্পায়ার। সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি. জর্ডান। তার সহশিল্পী ব্রিটিশ-নাইজেরিয়ান তারকা উনমি মোসাকু সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। ‘সিনার্স’-এর জন্য রায়ান কুগলার সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য দুই বিভাগেই মনোনীত হয়েছেন। তারা তিন জনই এবারের অস্কারে এসব বিভাগেই মনোনয়ন পেয়েছেন।
‘হ্যামনেট’ ও ‘মার্টি সুপ্রিম’ ১১টি: উইলিয়াম শেক্সপিয়র ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের ছেলে হ্যামনেটের মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত ‘হ্যামনেট’ বাফটায় ১১টি মনোনয়ন পেয়েছে। ছবিটিতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন আইরিশ তারকা জেসি বাকলি। শেক্সপিয়রের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন পল মেসকাল। অস্কারে জেসি বাকলি জায়গা পেলেও উপেক্ষিত হয়েছেন পল মেসকাল। ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে একমাত্র নারী হিসেবে মনোনীত হয়েছেন চীনের ক্লোয়ি জাও। ২০২০ সালে প্রকাশিত ম্যাগি ও’ফ্যারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে ছেলে হ্যামনেটের মৃত্যুতে শেক্সপিয়র দম্পতির শোক তুলে ধরা হয়েছে। উপন্যাসে উল্লেখ রয়েছে, হ্যামনেটের মৃত্যুর ঘটনা শেক্সপিয়রকে ‘হ্যামলেট’ লিখতে অনুপ্রাণিত করেছে। বাফটার ইতিহাসে কোনো নারী পরিচালকের সবচেয়ে বেশি মনোনয়নপ্রাপ্ত ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘হ্যামনেট’। এবার সব মিলিয়ে মোট ৪৬টি চলচ্চিত্রের নাম রয়েছে বাফটার পুরো মনোনয়ন তালিকায়। এর এক-চতুর্থাংশের বেশি ছবি পরিচালনা করেছেন নারীরা।
‘হ্যামনেট’-এর পাশাপাশি ‘মার্টি সুপ্রিম’ বাফটায় ১১টি মনোনয়ন পেয়েছে। ছবিটির জন্য টিমোতি শালামে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। তার সহশিল্পী ওডেসা এ’জায়ন সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে পুরস্কারের দৌড়ে আছেন জশ স্যাফডি। সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে রোনাল্ড ব্রনস্টেইনের সঙ্গে যৌথভাবে মনোনয়ন তালিকায় আছেন জশ।
‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ৮টি: নরওয়েজিয়ান পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে ৮টি মনোনয়ন। এরমধ্যে রেনাটে রাইন্সভে সেরা অভিনেত্রী, ইঙ্গা ইবসডটের লিলোস সেরা পার্শ্ব অভিনেত্রী ও ইয়োয়েকিম ত্রিয়ের সেরা পরিচালক বিভাগে জায়গা পেয়েছেন। বাবার সঙ্গে দুই কন্যার পুনর্মিলনের গল্পকে কেন্দ্র করে আবেগঘন পারিবারিক ছবি এটি। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র পাশাপাশি আছে ঐতিহাসিক রাজনৈতিক থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল), ইরানের জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ফ্রান্স), ‘সিরাট’ (স্পেন) ও ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ (তিউনিসিয়া)। গিয়ের্মো দেল তোরোর পরিচালনায় এক উন্মাদ বিজ্ঞানী ও তার অদ্ভূত সৃষ্টিকে ঘিরে কালজয়ী গল্পের নতুন সংস্করণ ‘ফ্রাঙ্কেনস্টাইন’ পেয়েছে কারিগরি বিভিন্ন বিভাগের ৮টি মনোনয়ন।
পল টমাস অ্যান্ডারসন, রায়ান কুগলার, জশ স্যাফডি ও ইয়োয়েকিম ত্রিয়েরের সঙ্গে সেরা পরিচালক বিভাগে পুরস্কারের দৌড়ে আছেন ইয়োর্গস লানতিমোস। বাফটায় পরিচালক বিভাগে মনোনীতদের মধ্যে কেবল ইয়োর্গস লানতিমোস অস্কারে জায়গা পাননি। ‘বুগোনিয়া’য় এক ফার্মাসিউটিক্যাল কর্মকর্তার চরিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন এমা স্টোন, যাকে ভিনগ্রহী ভেবে অপহরণ করা হয়। ছবিটির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন জেসি প্লেমনস। তিনি কিন্তু অস্কারে মনোনয়ন পাননি। বাফটায় সেরা অভিনেতা বিভাগে আরো মনোনীত হয়েছেন রবার্ট আরামেয়ো (আই সোয়্যার) ও ইথান হক (ব্লু মুন)। রবার্ট আরামেয়োর পাশাপাশি ব্রিটিশ তারকাদের মধ্যে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পিটার মুলান (আই সোয়্যার), সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্যারি মুলিগান (দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড) ও এমিলি ওয়াটসন (হ্যামনেট) মনোনীত হয়েছেন। সেরা অভিনেত্রী বিভাগে জেসি বাকলি ও এমা স্টোনের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ) ও কেট হাডসন (সং সং ব্লু)।
অস্কার ও বাফটার মিল-অমিল: অস্কারে কোনো মনোনয়ন না পাওয়া ‘উইকেড: ফর গুড’ বাফটায় পোশাক পরিকল্পনা আর মেকআপ ও চুলসজ্জা বিভাগে মনোনয়ন পেয়েছে। ছবিটির দুই অভিনেত্রী সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে উপেক্ষিত হয়েছেন। গত বছর ‘উইকেড’ বাফটায় সাতটি মনোনয়ন পায়। ৯৮তম অস্কারে মনোনীত অ্যামি ম্যাডিগান (ওয়েপন্স), ডেলরয় লিন্ডো (সিনার্স), ভাগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট) ও এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু) বাফটায় বাদ পড়েছেন। হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত-প্রযোজিত ফর্মুলা ওয়ান রেসিংকেন্দ্রিক ‘এফ১’ কারিগরি বিভাগে তিনটি বাফটা মনোনয়ন পেয়েছে।
যদিও অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে চমকপ্রদভাবে জায়গা করে নিয়েছে ছবিটি। সবচেয়ে উল্লেখযোগ্য বাদ পড়া ছবির মধ্যে ‘কেপপ ডিমন হান্টার্স’ অন্যতম। নেটফ্লিক্সের অ্যানিমেটেড ছবিটি গত বছরের সবচেয়ে ভাইরাল হিট ছিল। তবে যুক্তরাজ্যে এটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ায় বাফটার জন্য ছবিটি অযোগ্য বলে বিবেচিত হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমক অনুষ্ঠানে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টিভি উপস্থাপক অ্যালান কামিং। বিজয়ী নির্বাচনে ভূমিকা রাখবেন ৮ হাজার ৩০০ জন ভোটার।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬