গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

উত্তরার পানি ও গ্যাস সমস্যার সমাধানের কথা জানালেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
উত্তরার পানি ও গ্যাস সমস্যার সমাধানের কথা জানালেন তারেক রহমান
ছবি

গতকাল বুধবার উত্তরায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

পানি ও গ্যাসকে ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আখ্যা দিয়ে তা সমাধানের কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরায় একটি সরকারি হাসপাতাল করার কথা জানিয়েছেন তিনি। 
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব আশ্বাস দেন। বিএনপির চেয়ারম্যান বলেন, উত্তরাবাসী প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই দুই সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান করতে হবে। নতুন কলকারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে। তারেক রহমান বলেন, আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সে জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।

জুলাই অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ দিন বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ে এই জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।
বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পৌঁছানোর কথা। তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী। তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বুধবার বিকালে রাজশাহীর বাটার মোড় থেকে একটি প্রচার মিছির বের করা হয়।
রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।
বুধবার বিকালে মাঠে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সর্বশেষ ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া। ১৭ বছর পর সেই মাঠে ভাষণ দিনে তার ছেলে তারেক রহমান। রাজশাহীতে এটি তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির ১৩ জন প্রার্থীকে দলীয় প্রধান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বলে মিজানুর রহমান জানিয়েছেন।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না, বললেন জামায়াতের আমির
২৮ জানুয়ারি ২০২৬

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না, বললেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমি...

ফ্যাসিবাদী আমলের মিথ্যা ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে ছড়ানো হচ্ছে: বিএনপি
২৮ জানুয়ারি ২০২৬

ফ্যাসিবাদী আমলের মিথ্যা ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে ছড়ানো হচ্ছে:...

ফ্যাসিবাদী আমলের পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে প্রচার করা...

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ
২৮ জানুয়ারি ২০২৬

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ

ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক বলে মন্তব্য করেছেন ব...

চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস
২৭ জানুয়ারি ২০২৬

চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি চা খাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই