এল সালভাদর সরকারের সঙ্গে মিলে দেশটির বিভিন্ন সরকারি স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রক আনছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক ঘোষণায় স্টার্টআপটি বলেছে, এল সালভাদর সরকারের সঙ্গে মিলে নিজেদের এআই চ্যাটবট গ্রককে দেশটির ১০ লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে তারা। আগামী দুই বছরের মধ্যে এ চ্যাটবটকে পাঁচ হাজারেরও বেশি সরকারি স্কুলে ‘এআই চালিত শিক্ষাব্যবস্থা’ প্রোগ্রামের অংশ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের।
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান লিখেছে, সাধারণ শিক্ষার জন্য নয়, বরং নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দিতে ও অতি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য বেশি পরিচিত চ্যাটবটটি। গত এক বছরে বিভিন্ন ঔপনিবেশিক বা প্রতিহিংসাপূর্ণ কনটেন্ট প্রকাশের পাশাপাশি ‘শেতাঙ্গ গণহত্যা’ নিয়ে অভিযোগ তুলেছে গ্রক এবং দাবি করেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দেশের বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠ্যক্রম তৈরির জন্য এ চ্যাটবটের ওপর নির্ভর করছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকোলে। দীর্ঘদিন ধরে প্রযুক্তিবান্ধব বলে পরিচিত বুকোলে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে ব্যবহার করেছে এল সালভাদর এবং মধ্য-আমেরিকার প্রথম প্রেসিডেন্টদের একজন হিসেবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহার করেছেন তিনি।
কঠোর শাসনের জন্যও পরিচিতি রয়েছে বুকোলের এবং ট্রাম্পের সঙ্গে কাজ করে অবৈধভাবে দেশের বাইরে পাঠানো মানুষদের এল সালভাদরের কুখ্যাত সেকট কারাগারে বন্দি করেছেন তিনি।
এক্সএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব সম্পর্কে এক বিবৃতিতে বুকোলে বলেছেন, এল সালভাদর কেবল ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বসে থাকে না, আমরা তা নিজেই তৈরি করি। এ অংশীদারিত্ব মানবজাতির জন্য সত্যিই কিছু অসাধারণ ফলাফল আনবে।
সানা/ওআ/আপ্র/১৪/১২/২০২৫