গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

মেনু

দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৭ এএম ২০২৬
দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় শিল্পীদের উদ্বেগ প্রকাশ নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঝেমধ্যেই তারা হতাশা ও উদ্বেগের কথা জানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে একটি পোস্ট দেন জাহ্নবী। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতির সমালোচনার পাশাপাশি দীপু দাসের হত্যার নিন্দা জানান।

কিন্তু সেই মন্তব্যের পরই অনলাইনে সমালোচনার মুখে পড়েন শ্রীদেবীর মেয়ে। তার পোস্টের পর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী তাকে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। এরপর অনেকেই জাহ্নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকেন।

এরপর জাহ্নবীর ভক্তরাও সরব হন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে জাহ্নবীর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে নীরব থাকেননি ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি নিজেই আগে ভিডিও তৈরি করেছেন। তাই এই ইস্যুতে জাহ্নবীকে সমালোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, তিনি ঘুরিয়ে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা তারকার নাম দেখে ভয় পান না।

উল্লেখ্য, বলিউডের নানা বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য ধ্রুব রাঠী আগেও আলোচনায় এসেছেন। এর আগে রণবীর সিংয়ের একটি চলচ্চিত্রের প্রচার ও নির্মাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেছিলেন।

বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে জাহ্নবী কাপুর ও ধ্রুব রাঠীর এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা
২৮ জানুয়ারি ২০২৬

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের প...

বাফটা মনোনয়নে ডিক্যাপ্রিওর রেকর্ড
২৮ জানুয়ারি ২০২৬

বাফটা মনোনয়নে ডিক্যাপ্রিওর রেকর্ড

বিনোদন ডেস্ক: ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়নে শীর্ষে রয়েছে...

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং
২৮ জানুয়ারি ২০২৬

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং

আচানক অবসরের ঘোষণা দিলেন বলিউডের সর্বশেষ সর্বোচ্চ সফল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। তবে তার এই অবসর...

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা
২৫ জানুয়ারি ২০২৬

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই