গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

মেনু

৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৪৩ এএম ২০২৬
৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!
ছবি

৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে।

খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তাঁর পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তাঁর জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন।

সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক।
এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

ওআ/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা
২৮ জানুয়ারি ২০২৬

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের প...

বাফটা মনোনয়নে ডিক্যাপ্রিওর রেকর্ড
২৮ জানুয়ারি ২০২৬

বাফটা মনোনয়নে ডিক্যাপ্রিওর রেকর্ড

বিনোদন ডেস্ক: ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়নে শীর্ষে রয়েছে...

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং
২৮ জানুয়ারি ২০২৬

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং

আচানক অবসরের ঘোষণা দিলেন বলিউডের সর্বশেষ সর্বোচ্চ সফল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। তবে তার এই অবসর...

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা
২৫ জানুয়ারি ২০২৬

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই